দেশের মাটিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো খেলতে নেমে হয়তো দুই যুগের ঋণটা শোধ করতে মরিয়ে ছিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে তাই উজাড় করে দিলেন সবটুকুই। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসিরর জোড়া গোলেই ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আর জয় দিয়েই আর্জেন্টিনার মাটিকে বিদায় জানালেন মেসি।
মনুমেন্টাল স্টেডিয়ামে আজকের ম্যাচের মূল উপলক্ষ ছিল মেসির বিদায়। ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠে উপস্থিত ছিলেন মেসির পরিবারও।
৩৯ মিনিটে গোল করে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসান মেসি। হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে বুদ্ধিদীপ্ত শটে গোল করে দলকে লিড এনে দেন মেসি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। ৮০ মিনিটের মাথ্য থিয়াগো আলমাদার পাসে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
৩-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন মেসি। আর্জেন্টিনার মাটিতে মেসির শেষটা তাই জয় দিয়েই হলো।