লাতিন অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। আজ বিশ্বকাপের টিকিট পেল আরও তিন লাতিন দল। বাছাইপর্বের বাধা পেরিয়ে আগামী বিশ্বকাপে খেলবে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
নিজেদের মাটিতে পেরুকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে উরুগুয়ে। এই জয়ে বাছাইপর্বে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বিয়েলসার দল। আর এতেই ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৫। পয়েন্ট তালিকার ৫ম স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছেন তারা।
লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার শেষ টিকিট পেয়েছে প্যারাগুয়ে। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে পৌঁছে গেছে প্যারাগুয়ে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট, অবস্থান ষষ্ঠ স্থানে।
লাতিন অঞ্চল থেকে মহাদেশীয় বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনে লড়াইটা এখন শুধু ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে।