ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এতথ্য জানান।
তিনি বলেন, ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।