Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

জনসম্মুখে এসে কথা বলছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জনসমাবেশে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যাওয়ার প্রায় দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে এসে কথা বলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি বলেন, ‘দীর্ঘ এক মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সমাবেশের দিন আমি যখন পড়ে যাই, তখন দেশের মানুষ টিভি স্ক্রিন কিংবা হাতে মোবাইলের মাধ্যমে তা দেখছিলেন। তাদের মধ্যে ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামানও ছিলেন। তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন, আমার সমস্যাটা মস্তিষ্কজনিত নয়, বরং হৃদ্‌যন্ত্রে হতে পারে। পরবর্তীতে তার আহ্বানে আমি চিকিৎসা নিই।’

দেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জামাতের আমির বলেন, ‘চিকিৎসকরা সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা আমেরিকার মতো দেশের নাম বলেছিলেন। আমি তাদের আন্তরিক পরামর্শের জন্য কৃতজ্ঞ। তবে, আমি জিজ্ঞেস করলাম- আল্লাহ কি কেবল সেই দেশগুলোতেই আছেন? চিকিৎসকরা বললেন, আল্লাহ সর্বত্র আছেন। আমি তখন বললাম, আল্লাহ যদি সেখানে সুস্থ করতে পারেন, তবে তিনি চাইলে আমার জন্মভূমি বাংলাদেশেও আমাকে সুস্থ করতে পারেন।’

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ মঞ্চে পড়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে বসান। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়িয়ে মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান। সমাবেশ শেষে দ্রুত তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর