Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন না?

স্পোর্টস ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি

২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার পর অনেকেই ভেবেছিলেন, এবারই হয়তো বুটজোড়া তুলে রাখবেন তিনি। তবে এরপর তিন বছর পেরিয়ে গেলেও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। আজ দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন আরজেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে খেলবে কিনা সেটা এখনো নিশ্চিতভাবে জানেন না তিনি!

সবাই ধরেই নিয়েছেন, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন। তবে আজকের ম্যাচের পর ভক্তদের খানিকটা দ্বিধায় ফেলে দিয়েছেন মেসি। মেসি বলছেন, সময়ই বলে দেবে তিনি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা ‘ আমি আগেও বলেছি, হয়তো আর কোনো বিশ্বকাপ খেলব না। বয়সের কারণে সেটাই স্বাভাবিক। তবে আমরা আগামী বিশ্বকাপের খুব কাছে পৌঁছে গেছি, তাই খেলতে পারার জোর সম্ভাবনা আছে।’

বিজ্ঞাপন

মেসি জানিয়েছেন, শরীরের ওপরই নির্ভর করবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা, ‘আমি সবকিছু দিন ধরে দেখি, শরীর কেমন যাচ্ছে সেটা বুঝেই সিদ্ধান্ত নেই। আমি যখন ভালো থাকি, তখন খেলাটা বেশি উপভোগ করি। কিন্তু ভালো না লাগলে খেলাটা আমার জন্য কষ্টের হয়ে যায়। তখন মাঠে না থাকাই ভালো। তাই দেখা যাক সামনে কী হয়।’

ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে খেলবেন না মেসি, জানানো হয়েছে আজই। মেসির সামনে এখন তাই শুধুই ফাইনালিসিমা, কিছু প্রীতি ম্যাচ ও ২০২৬ বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা বিদায়ী ম্যাচ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর