দিনাজপুর: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে, স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষ্যে আগামীকাল (৬ সেপ্টেম্বর) শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে রোববার থেকে আবারও আগের নিয়মে আমদানি-রফতানি চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।