Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৫

আসামি মোস্তাফিজুর রহমান বাবু

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর দলবল নিয়ে চিকিৎসকের হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (৪৭) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম খিলগাঁওয়ের দক্ষিণ সিগন্যালে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তর সিগন্যাল থেকে আসার সময় সিগন্যালে আটকে যান। এতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম তাকে প্রশ্ন করলে তিনি হুমকি দিয়ে চলে যান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তীতে একই দিন বিকেল ৩ টার দিকে ডা. আনোয়ার হোসেন অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে উপর্যুপরি মারধর করেন। এতে তার গায়ে, বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত এএসআই রবিউল হাসান এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতারযন্ত্রে জানানো হলে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

ডিসি মিডিয়া বলেন, এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ট্রাফিক কনষ্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করলে ডা. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস

খিলগাঁও গ্রেফতার ট্রাফিক পুলিশ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর