ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৬ মাসে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে মোট গ্রেফতারকৃত ১১৩২৩ জনের ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮টি মামলা করে। তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি জানান, ডিএমপির ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮টি মামলা করে। তাদেরকে ১ লক্ষ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ১৬৭৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা করে। তাদেরকে ৪ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ১৩৪৪ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা করে এবং তাদেরকে ২ লক্ষ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জানান, ডিএমপির মিরপুর বিভাগ ২৭৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১২৬৭টি মামলা রুজু করে। তাদেরকে ১১ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ১৮৯৭ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮৮৮টি মামলা রুজু করে। তাদেরকে ৮ লক্ষ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৮১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ১০৩৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৩৭টি মামলা রুজু করে এবং তাদেরকে ৩ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ২৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।