Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযান, গ্রেফতার ৩৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩

ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন অপরাধের অভিযোগে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন— ১। নুর আলম (২৫) ২। হাসান (২৩) ৩। জুম্মান (২০) ৪। জুম্মান (১৯) ৫। আলী হোসেন (৩৬) ৬। ইব্রাহিম (২২) ৭। মুসা (২৫) ৮। শুভ (২০) ৯। নাহিম (২৩) ১০। জীবন (২২) ১১। আশিক (২৪) ১২। নাঈম (২০) ১৩। রেজওয়ান (২৬) ১৪। ফারাজ হোসেন পাপ্পু (৩৬) ১৫। রাকিব (২৩) ১৬। টুটুল (১৯) ১৭। মাহাবুব (২৮) ১৮। ফয়সাল (৩৫) ১৯। সোহেল (৩০) ২০। হানিফ (৪২) ২১। ইসমাইল (২৩) ২২। রাজা (৩০) ২৩। আরমান (৩০) ২৪। আমিরুল (২৬) ২৫। হীরা (২৬) ২৬। সাঈদ (৩০) ২৭। সাব্বির (৪০) ২৮।কামরান (২৮) ও ২৯। রিপন (৪০)।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লিখিত আসামিদের মধ্য থেকে সাত জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিন করে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— ১। মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (৩৫) ২। মো. নিলয় আহমেদ (১৯) ৩। মো. সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) ৪। মো. রুবেল (৩০) ৫। মো. আলাউদ্দিন (২০)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

গ্রেফতার ডিএমপি মোহাম্মদপুর-আদাবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর