Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে ৭১৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৭১৬ বোতল বিদেশি মদভর্তি একটি পিকআপ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সালমান নূর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বড় চালান নিয়ে যাওয়ার আশঙ্কায় র‌্যাবের একটি দল খিলক্ষেত ও বিমানবন্দর থানার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় নিকুঞ্জ-২ এর ট্রান্সপারেন্সী কোহিনূর এলাকায় একটি চালকবিহীন পিকআপ ভ্যান পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও মাদক কারবারিরা গাড়ি ফেলে পালিয়েছে।

বিজ্ঞাপন

পরে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান নিলে প্রায় দুই ঘণ্টা পর চালক মো. সোহেল রানা (৪০) পিকআপের কাছে এলে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সোহেল রানা বনানীর কড়াইল বস্তির বাসিন্দা।

অভিযানে ৭১৬ বোতল বিদেশী মদ (৫৩৭ লিটার), একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে মাদকের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, সোহেল রানা চুক্তিভিত্তিকভাবে মাদকবাহী গাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। র‌্যাব জানিয়েছে, পুরো চক্রকে শনাক্ত করার কাজ চলছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে খিলক্ষেত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইউজে/এসএস

গ্রেফতার ব্যবসায়ী মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর