ঢাকা: জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাবাইচ দেখে ফেরার পথে ডিঙি নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৮) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদা ধারাবর্ষা মধ্যেরচর গ্রামের আনসার আলীর স্ত্রী।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, আজ বিকেলে ঝিনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মোর্শেদা বেগম তার মেয়েকে নিয়ে ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। যাত্রী বেশি হওয়ায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করলেও তার মেয়ে শোভা নিখোঁজ রয়েছেন।