Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৯

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনন্দপুর গ্রামে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এরমধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।

এদিকে, ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, আমরা গুলিবিদ্ধের কোন খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছে বলে শুনেছি। তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর