Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল-ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এদিন কাস্টমসসহ বন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রমসহ আমদানি-রফতানি শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর