Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৭

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই দু’জন পুলিশের ছোড়া গুলিতে আহত হন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের দু’জনই পায়ে গুলিবিদ্ধ হন। এদের মধ্যে মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে রাহুলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আগুন গুলিবিদ্ধ জাপা কার্যালয়

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর