নিজের ক্যারিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবার বড় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে লুইস সুয়ারেজকে। প্রতিপক্ষের কোচিং স্টাফকে থুতু মেরে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ইন্টার মায়ামি তারকা।
গত সপ্তাহে হয়ে যাওয়া লিগ কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে মায়ামি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর নিজের আবেগটা আর ধরে রাখতে পারেননি সুয়ারেজ।
রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে আগেই ক্ষুব্ধ ছিলেন, সঙ্গে যোগ হয়েছিল হারের হতাশা। ম্যাচ শেষে তাই প্রতিপক্ষের দিকে তেড়েফুঁড়ে গেছেন সুয়ারেজসহ বেশ কয়েকজন মায়ামি ফুটবলার। তর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের কোচিং স্টাফের একজনের দিকে থুতু ছুড়েছেন সুয়ারেজ।
এই ঘটনায় মেজর সকার লিগ কর্তৃপক্ষ ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন সুয়ারেজকে। একই সঙ্গে নিষেধাজ্ঞার পড়েছেন সার্জিও বুসকেটস ও টমাস আভিলেস। সিয়াটলের ভারগাসকে ঘুষি মারায় ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বুসকেটস। আভিলেস নিষিদ্ধ হয়েছেন ৩ ম্যাচের জন্য।
নিজেদের এমন আচরণের জন্য পরবর্তীতে ক্ষমা চেয়েছেন সুয়ারেজ, বুসকেটস ও আভিলেস।