ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে বই চুরির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরার সাংবাদিককে হুমকি দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে অবস্থান নেওয়ার বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন জবি ছাত্রদলের সাবেক সভাপতি মো.আসাদুজ্জামান আসলাম।
তিনি বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের মুখে এ ধরনের অশোভন ও হুমকিমূলক বক্তব্য শুধু নিন্দনীয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকদের হুমকি দিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি আসলে কোন মানসিকতা বহন করছেন তা স্পষ্ট হয়েছে।”
মো.আসাদুজ্জামান আরও বলেন, “শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব যার, সেই প্রভোস্ট যদি এরকম দমননীতি সমর্থন করেন, তাহলে বিশ্ববিদ্যালয় কীভাবে নিরাপদ থাকবে? আমরা এ ঘটনার বিচার চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রভোস্টকে অবিলম্বে দায়িত্ব একটি তদন্ত কমিটি গঠন করা হোক।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশ রূপান্তর পত্রিকায় বই চুরির ঘটনায় প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক ফাতেমা আলীকে উদ্দেশ্য করে হল প্রভোস্ট আঞ্জুমান আরা বলেন, “আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভালো ছিল। ধরে ধরে পিটাইতো ওইটাই ঠিক ছিল।”
এ ছাড়া, তিনি ওই সাংবাদিককে শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার জন্য রাত ১২টায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।