Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল।

ঢাকা: মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুসহ অন্যান্যরা। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

শুক্রবারের ঘটনায় প্রসঙ্গ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত চলছে, এটি রাসুলের শিক্ষা নয় এবং এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া রয়েছে। আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়। আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি– পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘যে মহামানবকে নিয়ে এখানে আলোচনার আয়োজন করা হয়েছে, মিলাদের আয়োজন করা হয়েছে, তার সম্পর্কে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বিস্তারিত বলা খুবই কঠিন ব্যাপার। এটা সম্ভব নয়। শুধু তার রেখে যাওয়া যে আদর্শ এবং তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে বাণী সমগ্র বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, ছড়াতে গিয়ে তিনি যে অনুপম নিদর্শন এবং তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। যদি আমরা সামান্যতম অনুকরণ করতাম বা আমরা লালন করতাম তাহলে এই দেশ থেকে অন্যায়-অনাচার, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি রক্তারক্তি সব বন্ধ হয়ে যেত।

প্রসঙ্গত, শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা তার মাজার ভেঙে ফেলে এবং কবর থেকে লাশ উঠিয়ে তা পুড়িয়ে দেয়। ওই সংঘর্ষে একজন নিহত হওয়ার তথ্যও গণমাধ্যমে এসেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার নিন্দা জানিয়েছে এবং জড়িতদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এফএন/এনজে

বিএনপি মাজার রাসুলের শিক্ষা রিজভী লাশ পোড়ানো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর