Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাধা সৃষ্টি করে মাছ ধরার দায়ে ৫ জনকে পুলিশে দিলেন মৎস্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪

ঘটনাস্থলের ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউস থেকে প্রথমে গাড়িপথে তাহিরপুর উপজেলায় যান পরে সেখান থেকে স্পিড বোট নিয়ে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও তার আশেপাশের বিভিন্ন হাওর নদী পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা ভরত খাল নামক নদীতে বাধা সৃষ্টি করে মাছ ধরার দায়ে ৫ জনকে আটক করার নির্দেশনা দেন উপদেষ্টা ফরিদা আখতার। পরে তাৎক্ষণিক তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, বাদাঘাট ইউনিয়নের পাতারগাও গ্রামের পাঠান মিয়া (৩৪), আবু বক্কর (২৫),আলীনুর (২৭), নুর আহমদ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন, আজকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তখন তিনি নদীতে বাধা সৃষ্টি করে অবৈধ ভাবে মাছ ধরার জন্য ৫ জনকে আটকের নির্দেশনা দিলে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

বাধা সৃষ্টি মৎস্য উপদেষ্টা মাছ ধরা

বিজ্ঞাপন

এসিআই মটরস'এ কাজের সুযোগ
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর