Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমার দলে ফিরবেন, ব্রাজিলকে বিশ্বকাপও জেতাবেন’

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪

দুই বছর ধরে দলের বাইরে নেইমার

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও ব্রাজিলের জার্সি গায়ে ফেরা হয়নি নেইমারের। আসন্ন ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সেটা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো অবশ্য বলছেন, বিশ্বকাপের আগেই জাতীয় দলে ফিরবেন নেইমার, দলকে জেতাবেন বিশ্বকাপও।

সবশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।

ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও পুরোপুরি ফিট হতে পারেননি নেইমার। তবে সান্তোসের হয়ে গত কয়েক মাসে নিজের ফিটনেস ফিরে পাওয়ার ব্রাজিল দলে ফেরার আশা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও তাকে স্কোয়াডে রাখেননি কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

এই কারণেই শঙ্কা জেগেছে, নেইমার হয়তো ২০২৬ বিশ্বকাপে থাকছেন না। রোনালদিনহো অবশ্য এসব গুঞ্জনে কান দিতে নারাজ, ‘আমি বিশ্বাস করি নেইমারের দলে ফেরাটা সময়ের ব্যাপার মাত্র। খুব দ্রুতই সে জাতীয় দলে ফিরবে। শুধু তাই নয়, সে আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে।’

নেইমার কি পারবেন বিশ্বকাপের আগেই সেলেসাওদের হয়ে মাঠে ফিরতে?

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর