Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর পদ্ধতি না হলে ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি ঘটবে: তাহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি ঘটবে। আর জুলাই সনদ যারা মানবে না, এ আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতে আমির মো. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর