Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: জাহিদ হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগি না হয়ে জন-আকাঙ্ক্ষা বুঝতে হবে।

বিজ্ঞাপন

জাহিদ হোসেন আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।

পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে বলেও উল্লেখ করেন ড. জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর