Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালোধোঁয়া নির্গমনে যানবাহনের বিরুদ্ধে ৬ মামলা, জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

কালোধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকায় কালোধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৬ সেপ্টেম্বর) এ অভিযানে ৬টি মামলায় ৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে পল্টন থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অভিযান চলাকালে ১০টি ডিজেলচালিত বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণমাত্রা Smoke Opacity Meter দ্বারা পরিমাপ করা হয়। এতে দেখা যায়, ৬টি যানবাহন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘন করেছে। এ কারণে সংশ্লিষ্ট মালিক বা চালকদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আইন অনুযায়ী ধারা ১৫(১) অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির উদ্দিন আহাম্মদ প্রসিকিউশন প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, “কালোধোঁয়া নির্গমন বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযানে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে বারবার শীর্ষে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, কালোধোঁয়া নির্গমনকারী যানবাহন, ইটভাটা ও নির্মাণকাজ নগরীর বায়ুদূষণের বড় উৎস। সরকারের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হলেও সচেতনতা বাড়ানো না গেলে টেকসই সমাধান সম্ভব নয়।

সারাবাংলা/এফএন/এসএস

কালোধোঁয়া জরিমানা নির্গমন বিরুদ্ধে মামলা যানবাহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর