Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানো হয়নি: নওশাদ জমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির

পঞ্চগড়: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “যাদের বয়স এখন ১৮ থেকে ২২—তারা আমাদের নতুন ভোটার। কিন্তু তাদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। গত ১৭ বছরে তারা যে ইতিহাস পড়েছে, তার সঙ্গে সত্য ইতিহাসের বড় ফারাক রয়েছে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানো শুরু করতে হবে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জেলা জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড়-১ আসনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে নওশাদ জমির বলেন, “শিক্ষাই মানবতার সবচেয়ে বড় প্রকল্প, আর শিক্ষকরা সেই প্রকল্পের কারিগর। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস প্রমাণ করে শিক্ষকরা পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারেন। তাই আপনাদের হাত ধরেই বদলে যাবে এই দেশ, গড়ে উঠবে সুশৃঙ্খল জাতি।”

বিজ্ঞাপন

শিক্ষকতা পেশার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। পৃথিবী গড়ে তুলেছেন শিক্ষকেরা। অথচ আমাদের দেশে বেতন বৃদ্ধি বা বিদ্যালয় সরকারিকরণের দাবিতে এখনো শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।”

তিন আরও বলেন, ‘রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয়। আপনারা ব্যবসা করবেন, কিন্তু রাজনীতির মাধ্যমে ব্যবসা করা যাবে না। যারা শহিদ জিয়ার রাজনীতি বোঝেন তারা কখনো অপকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন না।”

সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কায়েদে-ই-আজম।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন এলাকার শিক্ষক ও জিয়া পরিষদের নেতারা।

সারাবাংলা/এসএস

১৭ বছর ইতিহাস নওশাদ জমির শিক্ষার্থী সঠিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর