সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে অপহৃত দুই জেলের মধ্যে আব্দুস সালাম (২৫) মুক্তিপণ পরিশোধের পর বাড়ি ফিরেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অন্য জেলেদের নৌকাযোগে তিনি বাড়ি ফেরেন।
পরিবার জানায়, জলদস্যুরা মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরবর্তীতে দরকষাকষির পর সালামের পরিবার বিকাশে ৩৬ হাজার ৫০০ টাকা পরিশোধ করে তাকে মুক্ত করে আনে।
আব্দুস সালাম শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের নুর হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের পায়রাটুনির খাল থেকে তাকে অপহরণ করা হয়।
সালামের পিতা নুর হোসেন জানান, ‘স্থানীয় আয়েজকুরুনি গাজীর নৌকায় করে মাছ ধরতে গিয়েছিল তার ছেলে। এ সময় পাঁচ সদস্যের একটি জলদস্যু দল খাল থেকে সালাম ও বিজয় কাহার (৩৮) নামে আরেক জেলেকে অপহরণ করে। পরদিন মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা।’
তবে এখনও মুক্তি পাননি বিজয় কাহার। তার পরিবার জানায়, মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় তিনি জলদস্যুদের জিম্মিতেই রয়েছেন। তাদের কাছে বিকাশ নম্বর দিয়ে ৫০ হাজার টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে জলদস্যুরা।
ফিরে আসা জেলে আব্দুস সালাম জানিয়েছেন, ‘পাঁচ সদস্যের জলদস্যু দলের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তারা ছোট ডিঙি নৌকা ব্যবহার করে সুন্দরবনে দস্যুতা চালাচ্ছে।’
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘অপহরণের বিষয়ে পরিবার থেকে আমাদের কিছু জানানো হয়নি। সাংবাদিকদের মাধ্যমে খবর পাওয়ার পর বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।’