ঢাকা: আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বাংলাদেশসহ মুসলিমবিশ্বে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।
শনিবার (৬ সেপ্টেম্বর) সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)—
কুষ্টিয়া: দিনটি উপলক্ষ্যে সকাল থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন মসজিদ ও সংগঠনের উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। এ ছাড়া বারো শরিফ দরবারের উদ্যোগে জশনে জুলুসটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার প্রাঙ্গণে এসে শেষ।
বর্ণাঢ্য এ জশনে জুলুসে কয়েক হাজার মুসলিম অংশ নেন। এ সময় তাদের মুখে কালেমা আর নবীজীর প্রতি ভালোবাসার হামদ-নাত, আর হাতে হাতে কালেমা খচিত নানা রঙের পতাকা ছিল।
এ ছাড়াও ঈদে মিলাদুন্নবী ঘিরে জেলার বিভিন্ন এলাকায় দিনভর আয়োজন করা হয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হামদ ও নাথ প্রতিযোগিতা।
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান ও আব্দুস সালাম আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় দোয়া পরিচালনা করেন মুফতি রুহুল আমিন।
অপরদিকে, ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফিল্ড সুপারভাইজার মজিবর রহমান স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল হাবিবি। আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন স্বাধীন সাইফুল্লাহ।
ময়মনসিংহ: জেলায় দুপুরে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠি দরবার শরীফ থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাল কুঠি দরবার শরীফে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল: এদিন সকালে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে দেশবরেণ্য আলেম ও পীর মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা কমিটির আয়োজনে প্রিয় নবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজীবাগ দরবার শরীফ এর পীরে তরিকত প্রফেসর আব্দুল কুদ্দুস খুসরু এর সভাপতিত্বে ও গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী, গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, আলালপুর ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল শাহ সুফি মাওলানা আব্দুল ওহাব সিরাজি, ঘাটাইল আমুয়াবইদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুন অর রশিদ প্রমুখ।
নরসিংদী: এদিন বিকেলে নরসিংদী শহরের স্টেডিয়ামের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, আলেম-ওলামা, মাদরাসার ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সালাতু সালাম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।