পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বালাজোর জেলার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণ ঘটে।
বাজোর জেলা পুলিশের কর্মকর্তা ওয়াকাস রফিক ডন পত্রিকাকে নিশ্চিত করেছেন, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন। একইসঙ্গে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।