Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে এশিয়া কাপ ২০২৫ এর টুকিটাকি

স্পোর্টস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১

৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপের লড়াই

এশিয়া কাপের লড়াই শুরু হতে বাকি আর মাত্র দুইদিন। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে চলছে দলগুলোর প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগে চলুন জেনে নেওয়া যাক এবারের এশিয়া কাপের টুকিটাকি।

যেভাবে বদলে গেল টুর্নামেন্টের ভেন্যু

এশিয়া কাপের এবারের আসরের মূল ভেন্যু ছিল ভারত। তবে পাকিস্তানের আপত্তির কারণে শ্রীলংকাকে নিয়ে হাইব্রিড পদ্ধতিতে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। শেষ পর্যন্ত বদলে গেছে ভেন্যু।

ভারত ও শ্রীলংকার পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতেই আয়োজন করা হবে এবারের এশিয়া কাপ। তবে আনুষ্ঠানিক আয়োজক হিসেবে থাকছে বিসিসিআইয়ের নামই।

এশিয়া কাপ ২০২৫ এর সময়সূচি

বিজ্ঞাপন

এশিয়া কাপের ১৭তম আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে।

এবারের আসরের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)।  একমাত্র ১৫ সেপ্টেম্বর ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি শুরু স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়)।

অংশগ্রহণকারী দল কারা? 

এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

টুর্নামেন্টের ফরম্যাট কী?

৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান।

প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

অনেক নাটকীয়তার পর ভারত-পাকিস্তান ম্যাচ

টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত মুখোমুখি হবে কিনা, সেটা নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে ভারত-পাকিস্তানের। রাজনৈতিক সংঘাত পাশে রেখে ১৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের ম্যাচ কবে? 

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু বাংলাদেশের। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটন দাসরা।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর