Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ঘটবে। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, যা আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও প্রত্যক্ষ করা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে চলবে পরদিন ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ।

চন্দ্রগ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। এ অঞ্চলজুড়ে স্পষ্টভাবে দেখা গেলেও উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দৃশ্যমান হবে না।

বিজ্ঞাপন

চন্দ্রগ্রহণ সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চন্দ্রগ্রহণ ঘটে। কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে এই গ্রহণ পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস হয়ে থাকে।

বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে রাত থেকেই মানুষ খালি চোখে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পারবেন।

সারাবাংলা/এফএন/এনজে

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর