Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে বসছে ক্যানসার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে ক্যানসার গবেষণা, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২৫ এর অধীনে আয়োজিত হতে যাচ্ছে এই সম্মেলন, যার সহযোগী হিসেবে রয়েছে ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে ক্যানসার ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি, শিক্ষার ও সচেতনতার অভাব, সামাজিক এবং চিকিৎসা সেবায় অসম সুযোগ নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই সমাধান খুঁজবেন আলোচকরা।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান। দেশি-বিদেশি বিশিষ্ট অনকোলজিস্ট ও গবেষকদের মধ্যে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এর এমেরিটাস প্রফেসর স্যার ওয়াল্টার বডমার; অঙ্কলজি ক্লাবের সভাপতি প্রফেসর এম. এ. হাই; বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) অঙ্কলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মো. আকরাম হোসেন; সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যানাটোমিক্যাল প্যাথলজিস্ট ড. জাবেদ ইকবাল; প্ল্যানেটারি হেলথ ইনিশিয়েটিভ ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ড. রেনজো গুইন্তো; আইসডিডিআরবি’র, এমেরিটাস বিজ্ঞানী ড. ফেরদৌসি কাদরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩৫০ টাকা এবং পেশাজীবীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে প্রবেশ করে। বিস্তারিত তথ্য জানা যাবে কনফারেন্স ওয়েবসাইটে। যেকোনো প্রশ্নের জন্য [email protected]-এ ইমেইল করা যাবে অথবা ফোন করা যাবে +৮৮০ ১৭২৬-৯৩২২৭২ নম্বরে ।

এই সম্মেলন বাংলাদেশের ক্যানসার ব্যবস্থাপনায় গবেষণা, নীতি নির্ধারণ এবং জনসচেতনতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন এর আয়োজকরা।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

আন্তর্জাতিক সম্মেলন ক্যানসার ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর