নোয়াখালী: নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বহিষ্কারের দাবিতে ফের জেলা প্রশাসনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস বর্জন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বিক্ষোভ।
এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর্যন্ত মোটা অংকের টাকা নিয়ে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, ভর্তি ও বিভিন্ন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায় করে আসছে প্রধান শিক্ষক মহামুদ রিয়াদ।
তারা বলেন, মাহমুদ রিয়াদ ২০১২ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি চাপ প্রয়োগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করতেন। এর বিনিমিয় শ্রেণিভিত্তিক প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিতেন। কেউ কোচিং না করলে তাকে পরীক্ষায় অকৃতকার্য করে দেন তিনি।
এ ছাড়া, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের পিয়নদের সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা তার এসব কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তার এসব অন্যায়ের বিরুদ্ধে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালেও বিক্ষোভ করা হয়। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় পুনরায় তারা আন্দোলন করতে বাধ্য হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক রিয়াদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।