Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই-তে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫

ঢাকা: নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক পুরনো বাজার খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কিছুটা চাঙ্গাভাব বিরাজ করছে পুঁজিবাজারে। গত সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে (০৭ সেপ্টেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে সব ধরনের মূল্যসূচকে উত্থান ও লেনদেন বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। যা আগের দিন ১৭ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসই-তে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন হয়েছিল ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৮টি বা ৬২ শতাংশের। আর দর কমেছে ১২৭টির বা ৩১.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৫টির বা ৬.২৫ শতাংশের।

বিজ্ঞাপন

অপরদিকে সিএসই-তে রোববার ১৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২৫ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর