Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১

ঘটনাস্থল।

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় মাছভর্তি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির ধাক্কায় শাহাবুদ্দিন (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় সদর উপজেলার পুস্তিগাছা-গনির বটতলা আঞ্চলিক সড়কের মমিন গুরুর বটতলায় এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মতিগাছা গ্রামের মৃত ওয়াজ জোয়ার্দার এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, শাহাবুদ্দিন অটোভ্যানযোগে অফিস যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা মাছভর্তি ইঞ্জিনচালিত ভটভটি অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়। এ সময় আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

আটঘরিয়া থানার অফিসার (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শুনেছি সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। লিখতে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর