Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুত ৫৮৭ মণ্ডপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

সাতক্ষীরা: সাতক্ষীরায় এ বছর ৫৮৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। তারমধ্যে ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে ৫৫টি।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ বছর সাতক্ষীরায় সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। তারমধ্যে সাতক্ষীরা পৌরসভায় ১৮টিসহ সদর উপজেলায় ১০৬টি, তালা উপজেলায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগর উপজেলায় ৬৯টি, আশাশুনি উপজেলায় ১০৩টি, কালিগঞ্জ উপজেলায় ৪৯টি ও দেবহাটা উপজেলায় ২১টি। জেলায় ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ৫৫টি। তারমধ্যে শ্যামনগরে ২০টি, কালিগঞ্জে ২টি, দেবহাটায় ৪টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি রয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন- সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি’র উপ অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো.শহিদুল ইসলাম মুকুল, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মেহেদী হাসান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা, পৌরসভার কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত, পলাশপোলের সাধারণ সম্পাদক সমীর বসু, শ্যামনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ বিশ্বাস, কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা. মিলন ঘোষ, আশাশুনি উপজেলার সভাপতি নীলকন্ঠ সোম, তালা উপজেলার সভাপতি মৃর্নাল কান্তি রায়, অমল দত্তসহ অন্যান্যরা।

সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, আইন শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিত সেনা বাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ,আনসার, আনসার ব্যাটালিয়ন, বিদ্যুৎ বিভাগ, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

মণ্ডপ শারদীয় দুর্গোৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর