Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

বাগেরহাট: বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোমবার (৮ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম।

এ সময় জানানো হয়, দাবি আদায়ে একদিন বিরতি দিয়ে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে। বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে হরতাল ও অবরোধসহ পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচী অনুযায়ী, রোববার বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল, সোমবার বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল এবং ১০ থেকে ১১ সেপ্টেম্বর আবারও হরতাল।

সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম জানান, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, দেশ স্বাধীনের পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

সারাবাংলা/এসডব্লিউ

বাগেরহাটে হরতাল হরতাল

বিজ্ঞাপন

আসছে ‘পুষ্পা ৩’
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর