শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় আলোচিত চাচা-ভাতিজা হত্যার ঘটনায় পৃথক দুই মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে গাজীপুরের ভোলারটেক ও শরীয়তপুরের সখিপুর আলুর বাজার ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, দেলোয়ার হোসেন গগন (৬০), কামাল সরদার (৩৯) ও দানেশ সরদার (৫৯)। এদের মধ্যে দেলোয়ার হোসেন গগন ও কামাল সরদার খবির সরদার হত্যা মামলার আসামি। আর দানেশ সরদার আলমাস সরদার হত্যা মামলার আসামি।
স্থানীয় ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাতে পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে উপজেলার ওমরদ্দি মাদবর কান্দি এলাকায় চাচা খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে ভাতিজা আলমাস সরদার ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ১৮ জনের নাম উল্লেখ করে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করে।
অপরদিকে ঘটনার দুইদিন পর একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় বস্তাবন্দী আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন লিপি বেগম ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে খবির সরদার হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন গগন ও কামাল সরদারকে গাজীপুরের ভোলারটেক এলাকা থেকে ও আলমাস সরদার হত্যা মামলার আসামি দানেশ সরদারকে শরীয়তপুরের আলুর বাজার ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, শরীয়তপুরের জাজিরায় আলোচিত দুটি হত্যাকাণ্ডের ঘটনার পৃথক দুটি মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করে জাজিরা থানার হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।