Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরার নামে সাগরে ট্রলারে ডাকাতি, গ্রেফতার ৮

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

অস্ত্রসহ গ্রেফতার ডাকাত সদস্যরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তার মাছ ধরার নামে সাগরে বিভিন্ন ট্রলারে ডাকাতি করে বলে পুলিশের ভাষ্য।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সরদঘাট নৌ থানার আওতাধীন পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আটজন হলেন- হরি চন্দ্র দাশ (৪০), আসিফ উদ্দিন তামিম (২২), ফাহাদ আহম্মদ (২০), তাপস ধর (২৫), পরিমল সাহা (৪৮), মো. নবী (২৮), মো. রাজীব (২৫) ও মো. হৃদয় (২০)।

নৌ পুলিশ জানায়, গ্রেফতার হরি চন্দ্র দাশ ট্রলার মালিক এবং ডাকাত চক্রের দলনেতা। বাকিরা সহযোগী হিসেবে তার নেতৃত্বে ডাকাতি করে। ধারালো অস্ত্র, রকেট ফ্লেয়ারসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা জানান, ডাকাতির প্রস্তুতি নিয়ে সাগরে রওনা দেওয়ার জন্য একটি চক্র ট্রলারে অপেক্ষমাণ আছে, এমন তথ্যের ভিত্তিতে ফিশারিঘাট লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে অভিযান শুরু করে নৌ পুলিশ।

এসময় সেখান থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও সাতজনকে আটক করা হয়। তাদের তথ্যে ট্রলারের ইঞ্জিন রুম থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর সদরঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে ট্রলার মালিক হরি চন্দ্রকে গ্রেফতার করা হয়।

‘এটি একটি সংঘবদ্ধ চক্র। বঙ্গোপসাগরের হাতিয়া, সন্দ্বীপ, কুমিরা চ্যানেলে এবং কর্ণফুলী নদীর পতেঙ্গা, বাকলিয়া, কর্ণফুলী এলাকায় বিভিন্ন মাছ ধরার ট্রলার টার্গেট করে। পরে সেগুলোর সামনে গিয়ে রকেট ফ্লেয়ার বিষ্ফোরণ ঘটিয়ে বল্লমসহ ধারালো অস্ত্র নিয়ে উঠে পড়ে মাছসহ বিভিন্ন মালামাল লুট করে। এ চক্রটি এক মাসে দুইবার বিভিন্ন ট্রলারে ডাকাতি করেছে।’

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা।

সারাবাংলা/আরডি/এসএস

গ্রেফতার ট্রলার ডাকাতি মাছ ধরা সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর