Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশ পোড়ানোর ঘটনায় আ.লীগের দুজনসহ গ্রেফতার ৭

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮

আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

ঢাকা : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার (৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। এই বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের এই বৈঠক নিয়ে দিনশেষে ব্রিফিং আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, ‘রাজবাড়ীর ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।’

তিনি বলেন, ‘যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।’

সারাবাংলা/একে/এসআর

আ.লীগ গ্রেফতার রাজবাড়ী লাশ পোড়ানো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর