Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড় মাইল পরে বলে বাংলা’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঢাকা: আওয়ামী লীগের কর্মীরা বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এক জায়গায় বলে জয়, দেড় মাইল পরে গিয়ে বলে বাংলা—এই হলো আওয়ামী লীগের অবস্থা।’

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। তারা দেশবিরোধী শক্তিকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে আগামী নির্বাচনেই এ রাজনৈতিক শক্তিকে পরাজিত করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

বিজ্ঞাপন

বিএনপি নেতা জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ পথে যারা বাধা সৃষ্টি করতে চাইছে, বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে—তাদেরকে সতর্ক করা হয়েছে। সারাদেশে ইতোমধ্যে নির্বাচনি আবহ তৈরি হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির নির্বাচনি প্রচারণার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রচারণাই নির্বাচনের মূল বিষয়। তাই তারেক রহমানের আগমন হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া কমিশন বড় কোনো সিদ্ধান্ত নিলে তা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে। জুলাই ঘোষণাপত্রে সবার সই নেওয়া হবে এবং সব রাজনৈতিক দল তাদের ইশতেহারে ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে বলেও তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এসএস

'চতুর্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল বাংলাদেশ আওয়ামী কর্মী জয় জায়গায় দেড় মাইল বাংলা

বিজ্ঞাপন

জাতীয় খো খো-তে আনসারের শিরোপা জয়
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

আরো

সম্পর্কিত খবর