Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে জামায়াত আমির।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

মতবিনিময় সভায় ফিলিস্তিন প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহর মতো বাংলাদেশের জনগণ ও জামায়াতের ফিলিস্তিনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক চিরদিন অটুট থাকবে।’

তিনি বলেন, ‘ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনে ফিলিস্তিনের হাজারো নারী-শিশু শহিদ হয়েছেন এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে গাজায় খাবার প্রবেশে বাধা সৃষ্টি করে দুর্ভিক্ষ তৈরি করা হচ্ছে। এতে শিশুসহ অসংখ্য মানুষ অনাহারে মারা যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি ইসরায়েল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা করেছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই আগ্রাসন শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ, ওআইসি ও শান্তিকামী বিশ্বকে এ পরিকল্পনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রতি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাজা উপত্যকার মজলুম মানুষের প্রতি বাংলাদেশের সমর্থন, সাহায্য ও সহযোগিতা ফিলিস্তিনিরা গভীরভাবে উপলব্ধি করছে এবং আশা করছে এ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জামায়াত আমির ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর