Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেণ্ডারিয়ায় টিসিবির পণ্যের অবৈধ মজুদ, সেনা অভিযানে গ্রেফতার ৭

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৭

গেণ্ডারিয়ায় টিসিবির পণ্যের অবৈধ মজুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সদরঘাট আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের পর ঘটনাস্থলে মেজর মো. খালিদ সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিযান চলাকালে তিনটি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪৪ বস্তা চাল, ৯৪ বস্তা আটা এবং ৭১ বস্তা মশুর ডাল।’

বিজ্ঞাপন

টিসিবির এসব পণ্য মূলত নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী তা অবৈধভাবে মজুদ করে সাধারণ মানুষের নাগালের বাইরে সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সেনাবাহিনী জানায়, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এর পেছনে আরও কারা রয়েছে তাদেরও খুঁজে বের করা হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার টিসিবি পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর