Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার যুগান্তকারী ‘ক্যানসার ভ্যাকসিন’ ট্রায়ালে সফল 

আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৯

ক্যানসার ভ্যাকসিন। ছবি: সংগৃহীত

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করল রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন ‘এন্টারোমিক্স’ নামের এক ভ্যাকসিন। যেটি ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সফলতা অর্জন করেছে। গবেষকদের দাবি—এখন এটি রোগীদের ব্যবহারের জন্য প্রস্তুত।

রুশ সংবাদ সংস্থা তাস জানায়, ক্যানসারের ইতিহাসে এটিই প্রথম টিকা, যা তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এর আগে কোভিড–১৯ টিকা তৈরিতেও এই একই প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। এমআরএনএ এক ধরনের প্রোটিন, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করে।

বিজ্ঞাপন

রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে ঘোষণা দেন চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে এন্টারোমিক্স।

ক্যানসার একটি শব্দ, যা শোনার পর মুহূর্তেই বদলে যায় জীবনের চালচিত্র। দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে ধরা হয় এই ক্যানসারকে। তবে উন্নত চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে এই রোগের ভীতি অনেকটাই কমেছে মানুষের মন থেকে। এখন ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু নয়, বরং এটি হয়ে উঠছে নিয়ন্ত্রণযোগ্য।

তেমনই ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা দেখিয়েছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রোগের নতুন টিকা।

গবেষণা অনুযায়ী টিকাটি ক্যানসারের প্রাথমিক পর্যায় এবং মধ্যম পর্যায়ের জন্য বেশি কার্যকর। এ ছাড়া এটি শুধু ক্যানসার কোষ ধ্বংসই নয়, বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয়।

টিকা গ্রহণকারীদের শরীরেও কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানানো হয়েছে। এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

সারাবাংলা/এসএস

ক্যানসার ট্রায়াল ভ্যাকসিন রাশিয়া সফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর