Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামাসকে ‘শেষবারের মতো সতর্কবার্তা’ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সতর্কবার্তা দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

হামাসের হাত থেকে মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের পর গত মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশ্যে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়।

গত শুক্রবার ট্রাম্প জানান, হামাসের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছেন বলে ইঙ্গিত দেন তিনি।

ওই সময় ট্রাম্প হামাসকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। এ সময় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনো গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা হামাস

বিজ্ঞাপন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর