Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বছর পর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২১

জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

ঠাকুরগাঁও: দীর্ঘ আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ২০১৭ সালের ২৪ মে’র পর এবারের সম্মেলন হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে।

জেলার পাঁচ উপজেলা, তিনটি পৌরসভার ৮০৮ কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে নতুন নেতৃত্ব। যে নির্বাচিত হবেন তাকেই নেতা হিসাবে মেনে নিবেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতি পদে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ফরম তুলেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

সভাপতি পদে একজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও সাধারণ সম্পাদক পদে চারজন ব্যাতিত সবাই প্রত্যাহার করেছেন নিজেদের মনোনয়ন।

সারাবাংলা/এনজে

জেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর