ময়মনসিংহ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির ১৫তম জেলা সম্মেলনের উদ্বোধন হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল শহিদ মিনার প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার। পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন, মানবেন্দ্র দেব, জেলা সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।