Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৬

রেখা রানী মন্ডল।

খুলনা: খুলনার দাকোপে পূর্ব শত্রুতার জেরে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মুরারী হালদার জানান, রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধানের জমিতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গেলে মিলন গোলদারের সাথে কথা কাটাকাটি হয়। তখন মিলন গোলদার রেখা রানীকে এলোপাতাড়ি ঘুষি, কিল মারে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রেখা রানীর স্বামী বিষ্ণু ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও মারধর করে । পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।