Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা - ছবি : সারাবাংলা

হিলি (দিনাজপুর): সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর (রোববার) মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আর ২৮ সেপ্টেম্বর (রবিবার) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা।

সরেজমিনে চন্ডিপুর, পালপাড়া, গোহাড়া, সাদুড়িয়া রাজনারায়ণ শাহ সার্বজনীন মন্দির, দক্ষিণ সাহাজাদপুর সার্বজনীন মন্দির ও জাংগই সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিমাশিল্পীদের কর্মব্যস্ততা।

বিজ্ঞাপন

মৃৎশিল্পী সুমন মহন্ত বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা পূজার অন্তত দুই মাস আগে শুরু করি। বর্তমানে মাটি, বাঁশ ও রঙসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। আগে একটি দুর্গা প্রতিমা তৈরিতে ১৬ থেকে ২৫ হাজার টাকা খরচ হতো, এখন খরচ দাঁড়িয়েছে ২৫ থেকে ৪০ হাজার টাকা। আবার বড় আকারের প্রতিমা তৈরিতে ১ লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে।

হাকিমপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের অলক কুমার বসাক রিপন বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। উপজেলায় মোট ২০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলায় ২০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মকর্তারা দায়িত্বে আছেন এবং নিয়মিত পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো