ঢাকা: শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)।
সোমবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর।
এতে আরও উল্লেখ করা হয়, প্রধানত সাতটি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজকরা এই উদ্যোগটি গ্রহণ করেছে। সেগুলো হলো:
১. তারুণ্যের কণ্ঠে মানবিকতা ও প্রগতির বার্তা পৌঁছানো
২. দেশপ্রেমের প্রেষণা জাগানো
৩. উচ্চারণ ও শুদ্ধপাঠে আগ্রহ তৈরি
৪. ভাষাগত সচেতনতা বৃদ্ধি
৫. সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো
৬. বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতিক বন্ধন তৈরি
৭. তরুণ কণ্ঠকে জাতীয় পর্যায়ে তুলে ধরা
এ বিষয়ে জবি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন,“দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা যোগাবে।”
জবি আবৃত্তি সংসদের সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, “বিগত সময়ে আমাদের কার্যক্রমের মাধ্যমে জবিআস ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের শক্তি যোগাবে। প্রতি বছর বরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে আমরা আবৃত্তি উৎসব পালন করি। আমাদের প্রতিটি আয়োজন স্বকীয়তা বজায় রেখে সারাদেশে ইতিবাচক সাড়া ফেলছে।”
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে আসছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করছে।