Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিক খুন, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

বাকলিয়া থানা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক রিকশা-ভ্যান গ্যারেজের মালিককে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের আট ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত মো. সাজন মিয়া’র (৪৭) বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। নগরীর বগারবিল এলাকায় তার একটি গ্যারেজ আছে, যেটি ‘সাজন মিয়ার গ্যারেজ’ নামে পরিচিত।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে জানান, সাজন মিয়ার গ্যারেজের কাছে তার ১৪ বছর বয়সী শ্যালক বাদশা দই বিক্রি করেন। সেখানে রোববার সন্ধ্যায় তাহের আলী নামে একজন দই কিনতে যান। দাম নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বাদশা ও তাহেরের মধ্যে হাতাহাতি হয়।

বিজ্ঞাপন

এ সময় সাজন মিয়া সেখানে গিয়ে উভয়পক্ষে মিটমাট করে দেন। তবে কিছুক্ষণ পর তাহের আলী লোকজন নিয়ে এসে সাজনের গ্যারেজে হামলা চালায়। এ সময় সাজনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়েই জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। রাত ২টার দিকে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। এরা হলেন- আবু কালাম (৩৬) ও বায়েজিদ রহমান (২৭)। তাদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে হলেও তারা বগারবিল এলাকায় বসবাস করেন।

ওসি জানান, উভয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং বায়েজিদ নিজেই সাজনকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশকে জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর