ঢাকা: শিক্ষাপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এবং পরিচালনায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেসঙ্গে অবিলম্বে এ আদেশ কার্যকর করার কথাও বলা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
এতে বলা হয়, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করত। আগামী ৩০ নভেম্বরে মধ্যে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
এতে আরও বলা হয়, সব অ্যাডহক কমিটি আগামী পহেলা ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন।
শিক্ষাপ্রশাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি
স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮
সারাবাংলা/এনএল/এইচআই