Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
ভিপি পদে সহজ জয় দেখছেন না শিক্ষার্থীরা

ঢাবি করেস্পন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩

ডাকসু নির্বাচন ২০২৫। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ডাকসুর সর্বোচ্চ তিন পদ সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নিয়ে। তবে এই শীর্ষ তিন পদে কোনো একক প্যানেলকে এগিয়ে রাখছেন না শিক্ষার্থীরা। নির্দিষ্ট দলীয় মতাদর্শের বাইরে শিক্ষার্থীদের অধিকাংশেরই চাওয়া, ডাকসুতে সবদলের প্রতিনিধি থাকুক। এরকমটি হলে, তা হবে বিগত দুই ডাকসু নির্বাচনের ফলাফলের ব্যতিক্রম।

১৯৯০ সালের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেয়েছিল ছাত্রদল। ওই সময় ছাত্রদল থেকে ভিপি নির্বাচিত হন আমান উল্লাহ আমান। আর জিএস নির্বাচিত হন খায়রুল কবীর খোকন। এছাড়া, এজিএস পদে জয়ী হন নাজিমউদ্দিন আলম। ১৯৯০ সালের ৬ জুন নির্বাচনের পর বিভিন্ন সময়ে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও আর নির্বাচন হয়নি। তবে দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত হয় সর্বশেষ ডাকসু নির্বাচন। এ নির্বাচনেও দু’টি পদ বাদে বাকি সবগুলোতেই জয় পায় ছাত্রলীগ। ভিপি পদে নির্বাচিত হন ছাত্রঅধিকার পরিষদের নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক পদে একই দলের আখতার হোসেন। জিএস পদে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে দলটির তৎকালীন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দু’টি বাদে সব পদেই জয়লাভ করে। তবে ছয় বছর পর ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো একক প্যানেলের আধিপত্য দেখছেন না ভোটাররা।

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে এবার কে জিতবেন? এমন প্রশ্ন এখন বিশ্ববিদ্যালয় পেরিয়ে পুরো দেশের-ই। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন। তবে, সকল প্রার্থী আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভোটারদের আলোচনায় রয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাদিক কায়েম, ‘‌স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপিপ্রার্থী উমামা ফাতেমা ও স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদল, শিবির ও বাগছাসের নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ভোট পেলে এগিয়ে থাকবেন তারা। এদিকে নারী ভোটারদের ভোট বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে উমামা ফাতেমার। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম হোসেনের একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীদের ভোটের ভালো একটা অংশ তার দিকে ঝুঁকতে পারে। তবে, শেষ পর্যন্ত ভিপি হিসেবে কে নির্বাচিত হবেন সেটা দেখার জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভোটের মাধ্যমে ভোটাররা তাদের যোগ্য প্রতিনিধিকে বেছে নেবেন। জয়-পরাজয় থাকবেই। তবে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম সারাবাংলার এই প্রতিনিধিকে বলেন, ‘ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের দেওয়া প্রত্যেকটি ইশতেহার বাস্তবায়ন করব।’

সারাবাংলা/কেকে/পিটিএম

ডাকসু নির্বাচন পদ ভিপি সহজ জয়

বিজ্ঞাপন

উত্তাল নেপাল, কিন্তু কেন?
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর